নেতৃত্ব নাকি দায়িত্ব ?
নেতৃত্ব:-
বিষয়বস্তু যখন নেতৃত্ব সেখানে সাধারণ মানুষের ও কিছু চাওয়া পাওয়া থাকে। একটি জনপদের হাজার হাজার মানুষ যখন আস্থার জন্য আপনাকে নেতৃত্বের জায়গা করে দেবে সেখানে নেতৃত্বদানকারী হিসেবে ও আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়ে যায়, যেটার বিচার সাধারণ মানুষ করে থাকেন , কারণ আপনার ঐ দায়িত্ব নামক তিন অক্ষরের এই ছোট্ট শব্দটার উপর নির্ভর করে একটি অঞ্চলের সুখ, শান্তি , সমৃদ্ধি ও খ্যাতি।
আপনার ইউনিটি:
একত্রিত বোঝাতে বেশ কদর আছে এই শব্দটির রাজনৈতিক তথা রাজবুদ্ধি খ্যাত প্লাটফর্মে। প্রতিটি জিনিসের বিপরীত কিছু থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সেটার সুফলের থেকে যদি জনগনের জন্য হয় কুফল শব্দটি শক্তিশালী হয় তাহলে সেই সমাজ ধ্বংস হতে
খুব বেশি সময় লাগে না ,
ইউনিটি তৈরি করার ক্ষেত্রে যদি লক্ষ্য করে করা হয়, নিজের স্বার্থে ব্যবহার না করার পরিকল্পনা করা হয় ,
প্রকৃত ব্যক্তিদের নিয়ে যদি ইউনিটি তৈরি করা হয় সমাজ গড়ার লক্ষ্যে , তাহলে একটি জনপদ সুন্দর করতে সময় লাগে না একজন নেতৃত্বদানকারীদের । যাচাই করুন , বাছাই করুন , যেন চিংড়ি মাছ না থাকে । কারণ এই চিংড়ি মাছের এলার্জি একটি জনপদকে ধ্বংস করতে যথেষ্ট। এরা সব দলে কম বেশি থাকে , কিন্তু স্থায়ী নয়। সুতরাং নেতৃত্বাধীন ব্যক্তিকে মনে রাখতে হবে , নেতৃত্ব দিতে গেলে নিজের বুদ্ধি,দক্ষতা, এবং জনপ্রিয়তার ফলকে বিচার করে দিতে হবে। প্রতিপক্ষকে শত্রু না ভেবে একটি সুন্দর জনপদ গড়ে তোলার স্বার্থে জনপ্রিয়তা এবং আপনার ভালবাসা দিয়ে নেতৃত্ব অর্জন করুন। প্রতিপক্ষকে সম্মান করুন কারণ সে আপনাকে কৌশলী করে তুলেছে আপনার নেতৃত্বে আসার।
আমার ভাই, তোমার ভাই স্লোগান:-
প্রতিটি রাজবুদ্ধিদের কিছু ভক্ত থাকে , যেটা একধরনের ক্যাটাগরিতে সীমাবদ্ধ নয়। কিছু সামনে এবং পিছনে চিল্লাচিল্লি করার ক্যাটাগরিতে থাকে , শুভ কামনা জানাতে তারা মোটেও ভুল করে না কিন্তু সেটা একজনের জন্য নয় সবার জন্য প্রাপ্য।
প্রতিপক্ষ :
গ্রাম্য ভাষায় বললাম ঘোড়াশালে যদি একটি ঘোড়া থাকে তাকে দৌড় প্রতিযোগিতায় দেওয়ার জন্য প্রস্তুত করতে হলে কিছু ট্রেনিং নামক বাস্তবতার মুখে পড়তে হয় কিন্তু সেটা অন্যদের সাথে না হয়ে যদি একা একা হয় তাহলে সে দাঁড়িয়ে ঘুমিয়ে যায় , সেই পরিস্থিতিতে তাকে ঘোড়ার সাথে না হলেও ভেড়ার সাথে দৌড়ানোর প্রতিযোগিতায় দেওয়া উচিৎ না হলে ঘুম ভাঙবে না , কৌশলী হবে না ।
সুতরাং প্রতিপক্ষকে সাধুবাদ জানিয়ে, জনপ্রিয়তা দিয়ে নেতৃত্ব যেতে হবে , চিল্লাচিল্লি করা ভক্তদের কথা শুনে মাথার মুকুট খুলে রাস্তায় নেমে পড়লে তাতে বিভিন্ন কথা উঠে । কারণ এই চিল্লাচিল্লি করা ভক্ত গুলো নিজেদের মাথা নিজেরাই ফাটিয়ে কথায় প্যাচ ফেলে এমন সুরে কথা বলে যেন আম ছিলে খেতে পারে না, আঠা আর কাটা যুক্ত কাঁঠাল তো স্বপ্নের ব্যাপার। ভাষ্য তখন এমন হয় এইসব বেশি চালাক ভক্তদের , ভাই আপনার কুথা কয়ায় সে বাজে কুথা বলি ,সেটা কি আমি সুয্যু করি , ধরলাম কলার আর ও মাথায় দিল বাড়ি আমার ,এর বিচার না করলি আমরা দলদারি দেব ছ্যাড়ি।
নেতা তখন রাস্তায় নামে মাথার মুকুট খুলে , ইট খলার শব্দে তখন ড্রাম বাজে টিনের চালে। অসহায় শিশুগুলো কাঁদে অনা ঝরে , বাবার মাথায় যখন দেখে রক্ত ঝরে , বেহুঁশ হয় শিশু, পরিবার হারায় একটা প্রাণ
সব শেষে নেতৃত্বদানকারী সকলের কাছে অনুরোধ করছি একটি জনপদের স্বার্থে আপনারা সকলে মিলেমিশে কাজ করুন শান্তি পূর্ণ ভাবে ,না হলে আমাদের আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে।
বি: দ্র: দয়া করে কেউ ব্যক্তিগত ভাবে নিবেন না এটা সমষ্টিগত ভাবে একটি জনপদের শান্তির রক্ষার অনুরোধ মাত্র।
।
Comments
Post a Comment