নেতৃত্ব নাকি দায়িত্ব ?
নেতৃত্ব:- বিষয়বস্তু যখন নেতৃত্ব সেখানে সাধারণ মানুষের ও কিছু চাওয়া পাওয়া থাকে। একটি জনপদের হাজার হাজার মানুষ যখন আস্থার জন্য আপনাকে নেতৃত্বের জায়গা করে দেবে সেখানে নেতৃত্বদানকারী হিসেবে ও আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়ে যায়, যেটার বিচার সাধারণ মানুষ করে থাকেন , কারণ আপনার ঐ দায়িত্ব নামক তিন অক্ষরের এই ছোট্ট শব্দটার উপর নির্ভর করে একটি অঞ্চলের সুখ, শান্তি , সমৃদ্ধি ও খ্যাতি। আপনার ইউনিটি: একত্রিত বোঝাতে বেশ কদর আছে এই শব্দটির রাজনৈতিক তথা রাজবুদ্ধি খ্যাত প্লাটফর্মে। প্রতিটি জিনিসের বিপরীত কিছু থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সেটার সুফলের থেকে যদি জনগনের জন্য হয় কুফল শব্দটি শক্তিশালী হয় তাহলে সেই সমাজ ধ্বংস হতে খুব বেশি সময় লাগে না , ইউনিটি তৈরি করার ক্ষেত্রে যদি লক্ষ্য করে করা হয়, নিজের স্বার্থে ব্যবহার না করার পরিকল্পনা করা হয় , প্রকৃত ব্যক্তিদের নিয়ে যদি ইউনিটি তৈরি করা হয় সমাজ গড়ার লক্ষ্যে , তাহলে একটি জনপদ সুন্দর করতে সময় লাগে না একজন নেতৃত্বদানকা...